ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

অভয়নগরে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জুন ১১, ২০২৫, ০৭:৩২ পিএম

অভয়নগরে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

যশোরের অভয়নগরে পৃথক দুই স্থানে দুটি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বুধবার দুপুরে উপজেলার বুইকারা গ্রামের বৌবাজার এলাকা থেকে জেসমিন বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 তিনি ওই এলাকার বিল্লাল হাওলাদারের স্ত্রী ও খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহী গ্রামের আব্দুল গণি সরদারের মেয়ে।

জেসমিনের স্বামী বিল্লাল হাওলাদার জানান, "মঙ্গলবার রাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে ঝগড়ার পর আমি বারান্দায় ঘুমিয়ে পড়ি। সকালে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করি। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় জেসমিনের মরদেহ উদ্ধার করি।"

তিনি আরও বলেন, "আমাদের দুটি ছেলে রয়েছে। জেসমিন অভিমানে আত্মহত্যা করেছে। আমরা ময়নাতদন্ত না করার জন্য থানায় লিখিত আবেদন করেছি।"

অপরদিকে, সোমবার (৯ জুন) বিকেলে ভৈরব নদ থেকে দিদার মোড়ল (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত জয়েন উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে দিদার মোড়ল ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে দুপুরে তারা খুলনা থেকে একটি ডুবুরি দল নিয়ে এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল ৫টার দিকে গোসলের স্থান থেকে প্রায় ১০০ গজ দূরে নদীর পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, "ডুবুরি দল পাঁচ ঘণ্টার চেষ্টায় দিদার মোড়লের মরদেহ উদ্ধার করেছে।"

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, "বৌবাজার এলাকা থেকে জেসমিন বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।"

ইএইচ

Link copied!