ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মহেশপুরে ঘুমন্ত পরিবারের ঘরে চুরি, স্বর্ণালঙ্কার ও মোবাইল খোয়া

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুন ১২, ২০২৫, ০৩:৩০ পিএম

মহেশপুরে ঘুমন্ত পরিবারের ঘরে চুরি, স্বর্ণালঙ্কার ও মোবাইল খোয়া

ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় গভীর রাতে একটি ঘরে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী অনিক কুমার বিশ্বাস (২৯) জানান, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। অসাবধানতাবশত বাড়ির ছাদের দরজাটি খোলা থেকে যায়। এ সুযোগে রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় চোরেরা ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।

অনিকের দাবি, চোরেরা তার ঘর থেকে প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার চুরি করে, যার মধ্যে ছিল—দুটি চেইন (এক ভরি সাত আনা), একটি লকেট (দুই আনা) ও দুটি আংটি (সাত আনা)। এছাড়াও ঘর থেকে তিনটি মোবাইল ফোন—রেডমি নোট ৭, স্যামসাং জে-২ ও টেকনো ব্র্যান্ডের একটি সেট এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ ৪০ হাজার টাকা।

তিনি বলেন, “রাতের অন্ধকারে কে বা কারা এমন দুঃসাহসিক কাজ করেছে, তা শনাক্ত করতে পারিনি। এলাকাবাসীর অনেকেই বিষয়টি জানেন। নিজেরা খোঁজখবর নিয়ে কোনো কূলকিনারা না পেয়ে থানায় অভিযোগ করেছি।”

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, মহেশপুর এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে। তাঁরা রাতের বেলা পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!