বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জুন ১৫, ২০২৫, ০৫:৩৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন।
এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- মো. সোহেল মিয়া (৩০), মো. সাদ্দাম হোসেন (৩৪), মো. শিশু মিয়া (৫৫), মো. শাহপরান (২৪), মো. ইমন (২৫), মো. সালাউদ্দিন, আব্দুল আল মামুন (২৩) সহ আরও কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরদাবাদ গ্রামের বিএনপি নেতা সালাউদ্দিন ও স্বেচ্ছাসেবক দল নেতা শিপন মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ঈদের পর এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
এই বিরোধ মীমাংসায় শনিবার সকালে গ্রামে একটি শালিস বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে শুরু হয় হাতাহাতি, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫-২০ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর চারজনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।"
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ইএইচ