ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও তেলের ড্রাম জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুন ১৮, ২০২৫, ০৩:৩২ পিএম

পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও তেলের ড্রাম জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর ও মিরপুরে পৃথক দুটি যৌথ টাস্কফোর্স অভিযানে ২৮৮০ কেজি বেহুন্দী জাল, ৪৭০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ১৫টি তেলের ড্রাম জব্দ করেছে বিজিবি। এ সময় মোট ৮টি নৌকার মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজিবি-৪৭ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ১৬ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের মানিকের চর সীমান্ত এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা এবং বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ২৮৮০ কেজি অবৈধ বেহুন্দী জাল, ১৫টি তেলের ড্রাম জব্দ করা হয়। একই সঙ্গে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক) ধারায় ৬টি নৌকার মালিককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল ও ড্রামের আনুমানিক মূল্য ৭২ লাখ ৭৫ হাজার টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

একই দিনে (১৭ জুন) দুপুরে মিরপুর উপজেলার গরুর হাট সংলগ্ন এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। সেখানে ৪৭০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ২ জনকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ৭ লাখ ৫ হাজার টাকা।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এই অভিযান বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির একটি বাস্তব উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!