ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad
৩ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা

মাগুরায় অবৈধ বিদ্যুৎ সংযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুন ১৯, ২০২৫, ০৬:৩২ পিএম

মাগুরায় অবৈধ বিদ্যুৎ সংযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাগুরায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ওজোপাডিকো মাগুরার উদ্যোগে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সাতটি মামলায় মোট ৩ লাখ ৮৮ হাজার ৩৪১ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন মোহাম্মদ জাহেদ আহমেদ, যুগ্ম জেলা জজ, বিদ্যুৎ আদালত যশোর। এ সময় বিদ্যুৎ বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওজোপাডিকো মাগুরার নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ বলেন, “আমাদের নিয়মিত তদারকির অংশ হিসেবে আজকের এই অভিযানে অবৈধ সংযোগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে শিগগিরই আরও কঠোর অভিযান চলবে।”

তিনি আরও বলেন, “অবৈধ বিদ্যুৎ সংযোগে সরকারের রাজস্ব ক্ষতি হয় এবং বৈধ গ্রাহকরা বারবার ভোল্টেজ সমস্যাসহ নানা ঝুঁকিতে পড়েন। আমরা কাউকে ছাড় দেব না। যারা নিয়মিত বিল পরিশোধ করেন, তাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 

মাগুরার নোমানি ময়দান এলাকার বাসিন্দা কামাল বলেন, “অনেকেই মিটার ছাড়া দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ব্যবহার করছে। আমরা নিয়মিত বিল দিয়ে চলি, অথচ অন্যরা অবৈধ বিদ্যুৎ নিচ্ছে যা অনৈতিক। এই অভিযান আরও জোরদার হওয়া উচিত।”

বিদ্যুৎ বিভাগের সূত্র জানায়, হাসাপাতাল পাড়া, ভায়না, আবালপুরসহ শহরের একাধিক এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারাভিযানও চালানো হবে।

ইএইচ

Link copied!