ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

কালাইয়ে ২৩ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

রনি আকন্দ, কালাই (জয়পুরহাট)

রনি আকন্দ, কালাই (জয়পুরহাট)

জুন ১৯, ২০২৫, ০৭:৪৫ পিএম

কালাইয়ে ২৩ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কালাই উপজেলার ২৩ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বই উপহার দেওয়া হয়। 

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। তিনি বলেন, "এই শিক্ষার্থীরা গোটা উপজেলার গর্ব। তাদের সাফল্য প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায়ের মাধ্যমে বড় লক্ষ্য অর্জন সম্ভব। আমরা প্রত্যাশা করি তারা উচ্চশিক্ষা শেষে আদর্শ নাগরিক হিসেবে সমাজে অবদান রাখবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পথচলায় শিক্ষক ও অভিভাবকদের অনুপ্রেরণাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন।

ইএইচ

Link copied!