ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পাথরঘাটায় নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প, সেবা পেলো তিন শতাধিক রোগী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

জুন ২৩, ২০২৫, ০২:২৮ পিএম

পাথরঘাটায় নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প, সেবা পেলো তিন শতাধিক রোগী

বরগুনার পাথরঘাটা উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে সোমবার দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ নৌবাহিনী।

সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্টের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে পাথরঘাটা ও আশপাশের এলাকার তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগ সম্পর্কেও রোগীদের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা ও কৃতজ্ঞতার সৃষ্টি করে।

চিকিৎসা নিতে আসা অনেক হতদরিদ্র রোগী জানান, দেশের সর্বদক্ষিণের উপকূলীয় এলাকায় এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতির ঝুঁকিপূর্ণ অবস্থার প্রেক্ষাপটে এই আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও দুর্গম অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক চিকিৎসাসেবাই নয়, বরং দুর্গম অঞ্চলে রাষ্ট্রীয় সহযোগিতা ও মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ইএইচ

Link copied!