ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
Amar Sangbad

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে লালমনিরহাটে জামায়াতের বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৫, ১১:৫০ এএম

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে লালমনিরহাটে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

এরই অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।

বৃহস্পতিবার সকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুনার রশিদ, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম ও ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু তালিব।

বক্তারা বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক ব্যর্থতার ফলেই গোপালগঞ্জে রক্তাক্ত ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের ওপর বর্বর হামলা ও অগ্নিসংযোগ প্রমাণ করে যে, সরকার সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। বক্তারা প্রশ্ন তোলেন, সন্ত্রাসীরা যদি এভাবে প্রকাশ্যে হামলা চালিয়ে পার পেয়ে যায়, তবে দেশে গণতন্ত্র ও নাগরিক নিরাপত্তা কোন অবস্থানে দাঁড়াবে?

তারা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক ঘটনার সাহস পেয়েছে। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ইএইচ

Link copied!