ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
Amar Sangbad

বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুলাই ১৭, ২০২৫, ০৩:৩৩ পিএম

বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদলের জেলা ও মহানগর শাখা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। 

পরে বিক্ষোভকারীরা জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হন। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেন।

মিছিলে মহানগরের ৩০টি ওয়ার্ডের যুবদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। একই দাবিতে জেলা যুবদলও শহীদ মিনার চত্বর থেকে আলাদা একটি মিছিল বের করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, "পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে, যার পেছনে রয়েছে নির্বাচনী কৌশল। এর মাধ্যমে জাতীয় নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা চলছে,"—এমন আশঙ্কা প্রকাশ করেন তারা।

তারা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে যুবদলের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!