ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
Amar Sangbad

প্রেমের টানে মালয়েশীয় তরুণী এখন মির্জাপুরে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৫, ০৩:০৮ পিএম

প্রেমের টানে মালয়েশীয় তরুণী এখন মির্জাপুরে

প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী ফারজিলা বিনতে নায়না (৩০) ছুটে এসেছেন টাঙ্গাইলের মির্জাপুরে। 

বুধবার সকালে তিনি বিমানযোগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে সরাসরি ঢাকায় নামেন। পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রেমিক নাজমুল ইসলাম (৩০) তাকে নিয়ে আসেন মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে। 

ওই রাতেই ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জানা যায়, ভাষা, দেশ ও সংস্কৃতি ভিন্ন হলেও ভালোবাসা তাদের এক করেছে। প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব এবং শেষ পর্যন্ত প্রেম—সবকিছুই ঘটেছে মালয়েশিয়ায় অবস্থানকালে। সেই প্রেমই শেষ পর্যন্ত দুই দেশের সীমানা ডিঙিয়ে এনে দিয়েছে বিবাহবন্ধনের পরিণতি।

নাজমুল ইসলাম জানান, তিনি ২০১৮ সালে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে যান। সেখানে ইপু পেরাক শহরের একটি কোম্পানিতে চাকরির পাশাপাশি একটি ব্যাংকে খণ্ডকালীন কাজ করতেন। ওই ব্যাংকে চাকরি করতেন মালয়েশিয়ান তরুণী ফারজিলা। সেখানেই তাদের প্রথম পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, এরপর প্রেম। ২০২৪ সালে নাজমুল বাংলাদেশে ফিরে আসেন। তারপরও মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ চলতে থাকে। অবশেষে প্রেমের টানে ফারজিলা বাংলাদেশে চলে আসেন এবং তাদের বিবাহ সম্পন্ন হয়।

ফারজিলাকে কাছে পেয়ে দারুণ খুশি নাজমুলের পরিবার। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয় বলে জানিয়েছেন নাজমুলের চাচা কামরুল ইসলাম। তিনি জানান, ভিনদেশি পুত্রবধূকে দেখতে আশপাশের গ্রামের মানুষ ভিড় করছেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নাজমুল ইসলাম ও ফারজিলা বিনতে নায়না তাদের নবদম্পতি জীবনের জন্য সবার দোয়া চেয়েছেন।

ইএইচ

Link copied!