ডাসার প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৫, ০২:১৪ পিএম
মাদারীপুরের ডাসারে ডিম বোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নূরনবী (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে ভূরঘাটা-শশিকর সড়কের বেলতলা আশ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ডিম বোঝাই একটি মিনি ট্রাক ডাসারের আশ্রাম এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী নূরনবীর মৃত্যু হয় এবং ট্রাকে থাকা আরও দুইজন আহত হন।
ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় আহত ট্রাকচালক হিজবুল্লাহ হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান থেকে পালিয়ে যান। তাকে খুঁজে বের করতে পুলিশ অভিযান চালাচ্ছে।”
ইএইচ