মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
জুলাই ১৭, ২০২৫, ০৮:৪৪ পিএম
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চারালজানি আইসিটি সেন্টার থেকে কাকরাইদ বিএডিসি ফার্ম সংলগ্ন ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন।
উদ্বোধনী দিনে তাল, আমলকি, হরিতকি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, বহেরা ও চিত্রসীসহ মোট ৮ প্রজাতির ঔষধি ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শুধু সৌন্দর্য নয়, এই বৃক্ষ আমাদের জীবনে প্রশান্তি, অক্সিজেন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক আশ্রয় দেবে। এটি শুধু কর্মসূচি নয়, পরিবেশ রক্ষার একটি প্রতিশ্রুতি।
বৃক্ষরোপণ অভিযানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস. এম. খায়রুল আলম, নার্সারি উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আবু হানিফ।
এ ছাড়াও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় নার্সারি ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে পরিবেশ-সচেতনতা বাড়াবে এবং দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক হবে।
বিআরইউ