ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
Amar Sangbad

শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বারোপ মাগুরা ডিসির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৭, ২০২৫, ০৮:১৩ পিএম

শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বারোপ মাগুরা ডিসির

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানবিক গুণাবলির উন্নয়নে মাগুরা জেলা পরিষদের এককালীন শিক্ষাবৃত্তি যেন কেবল আর্থিক সহায়তা নয়, একটি সাহস ও অনুপ্রেরণার উৎস।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে মাগুরা জেলা অডিটোরিয়ামে ২০২৪–২৫ অর্থবছরের এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এমনটাই উঠে আসে বক্তাদের বক্তব্যে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মানবিক গুণাবলি বিকাশে এমন শিক্ষাবৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং তাদের ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণা। এই বৃত্তি যেন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম,দায়িত্ববোধ ও মানবিকতা জাগ্রত করে -সেই লক্ষ্যেই আমাদের প্রয়াস।’

তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ন্যায়নীতি ও সততার ভিত্তিতে দেশকে নেতৃত্ব দিতে পারে, সে জন্য তাদের শিক্ষার পাশাপাশি নৈতিক গুণাবলি অর্জন করাও জরুরি। জেলা পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের সেই পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিনা মমতাজ। তিনি বলেন, আমরা চাই, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক হোক। তারা যেন অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বলেন, এ বৃত্তি তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং লেখাপড়ায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। উপস্থিত অভিভাবকেরা বলেন, জেলা পরিষদের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিআরইউ

Link copied!