নরসিংদী প্রতিনিধি:
জুলাই ২৩, ২০২৫, ০২:৫৯ পিএম
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই প্রতিপাদ্যে নরসিংদীতে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫। বুধবার (২৩ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
নরসিংদী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, সামাজিক বন বিভাগ নরসিংদীর সহকারী বন সংরক্ষক কাজী মাহিনুর রহমান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং একটি চারার চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন। এ বছর মেলায় অংশ নেয় মোট ২০টি স্টল।
পরিবেশ সংরক্ষণে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে আয়োজিত এ মেলায় নানা জাতের ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
বিআরইউ