মাগুরা প্রতিনিধি:
জুলাই ২৩, ২০২৫, ০৪:৪১ পিএম
মাগুরার ফুলবাড়ী হাজী মতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ে আজ সকালে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী বর্ণাঢ্য আয়োজন—নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সংবর্ধনা, উন্মুক্ত আলোচনা সভা ও শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি আবু হাসান। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, যিনি পুরো আয়োজনের প্রধান উদ্যোক্তা।
এ আয়োজনে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে সম্মিলিত ও পরিকল্পিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এ ব্যতিক্রমী প্রয়াস দর্শকদের মুগ্ধ করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক মূল্যবোধ চর্চায় নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকবে।
বিআরইউ