আমার সংবাদ ডেস্ক
জুলাই ৩১, ২০২৫, ১২:২৭ পিএম
কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মিরপুর উপজেলার যোগিপুল ও পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান খান (২৭) এবং পোড়াদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিহাব মেম্বার (৪২)। তাঁদের মিরপুর থানার একটি রাষ্ট্রবিরোধী নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল মিরপুরের চুনিয়াপাড়া ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী একটি বৈঠক করছিলেন। অভিযোগ অনুযায়ী, সেসময় বিএনপির কর্মী মিরাজুল ইসলাম রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে তাঁর গাড়ির হেডলাইট ভেঙে দেন কয়েকজন আওয়ামী লীগ কর্মী। পরে মিরাজুল থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু কর্মী পালিয়ে যায়, তবে ছয়জনকে সেদিনই গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় রামদা, তলোয়ার ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। ঘটনায় পরদিন বিএনপি কর্মী মিরাজুল থানায় একটি মামলা দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতেই সম্প্রতি ইমরান ও শিহাবকে গ্রেপ্তার করা হলো।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।
বিআরইউ