ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পাবনায় সাংবাদিকতার বাতিঘর: স্মৃতিতে অম্লান শফিউর রহমান খান

পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা জেলা প্রতিনিধি:

জুলাই ৩১, ২০২৫, ১২:৩৭ পিএম

পাবনায় সাংবাদিকতার বাতিঘর: স্মৃতিতে অম্লান শফিউর রহমান খান
সাংবাদিক শফিউর রহমান খান

পাবনার সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল এক নাম—শফিউর রহমান খান। আজ ৩১ জুলাই তাঁর ২৪তম মৃত্যুবার্ষিকী। সাংবাদিকতায় সততা, নির্ভীকতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য মূর্ত প্রতীক ছিলেন তিনি। তাঁর লেখনী কখনো মিথ্যার আশ্রয় নেয়নি, আপস করেনি অন্যায়ের সঙ্গে।

পাবনা প্রেসক্লাব, তাঁর পরিবার ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। সকাল ১১টায় ইছামতি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আসর পাবনা প্রেসক্লাবে স্মরণসভা এবং দৈনিক সিনসা'র আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এস. আর. খান নামে লেখালেখি করা শফিউর রহমান খান ১৯৫৩-৫৮ সালে ছিলেন দৈনিক ইত্তেহাদ-এর ফরিদপুর প্রতিনিধি। এরপর মিল্লাত, সংবাদ, আওয়াজসহ একাধিক জাতীয় পত্রিকায় সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালে তিনি পাবনা পত্রিকা প্রকাশের মাধ্যমে জেলার সংবাদপত্র আন্দোলনের পথিকৃত হয়ে ওঠেন। একই বছর তিনি আমাদের কথা সাপ্তাহিকের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতায় অবদানের জন্য পেয়েছেন যমুনা সাহিত্য পুরস্কার (১৯৮৪), ভাস্কর উপাধি (১৯৯২), এবং উত্তরণ পুরস্কার (১৯৯৪)।

তিনি ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (পাবনা), আঞ্জুমান মফিদুল ইসলাম (পাবনা), ভাসানী স্মৃতি পরিষদ, বাংলাদেশ এডিটরস ফোরাম এবং আঞ্চলিক সংবাদপত্র পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে। পাবনায় সাংবাদিকতার বহু সংগঠন ও আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন তিনি।

পাবনায় প্রথম সংবাদপত্র প্রকাশ করে তিনি জেলার ইতিহাসে অনন্য হয়ে অছেন। জেলার বর্তমান প্রজন্মের বহু সাংবাদিক তাঁর হাতে-খড়ি। তারাও আজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিয়োজিত।

আজও তাঁর সততা, আদর্শ ও নিবেদন পাবনার সাংবাদিক সমাজের অনুপ্রেরণা হয়ে রয়েছে।

বিআরইউ

Link copied!