মিরাজ আহমেদ, মাগুরা
আগস্ট ৭, ২০২৫, ০৫:৫৫ পিএম
মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদার মাতা রাবেয়া খাতুন (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা রাবেয়া খাতুন ছিলেন প্রজ্ঞাবান ও ধর্মপরায়ণ এক নারী। তার মৃত্যুতে পরিবারসহ আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মাগুরা জেলা পুলিশ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। শোকবার্তায় বলা হয়,
“মিনা মাহমুদার মাতৃবিয়োগে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।”
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে, রাবেয়া খাতুনের মৃত্যুতে জেলার বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক জানিয়ে অনেকে তার আত্মার মাগফিরাত কামনা করছেন।
ইএইচ