Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

রেমিট্যান্স বাড়াতে বিশেষ ছাড়

অর্থনৈতিক প্রতিবেদক

অর্থনৈতিক প্রতিবেদক

মে ২৩, ২০২২, ০৫:২৯ পিএম


রেমিট্যান্স বাড়াতে বিশেষ ছাড়

আমদানির চাপে চলমান ডলার সংকটে আঘাত আসে দেশের রিজার্ভে। ক্রমাগত কমতে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ডলার মার্কেটের অস্থিরতা কমাতে রিজার্ভ থেকে নিয়মিত ডলার সহায়তা দিতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে রিজার্ভ ধরে রাখতে এগিয়ে আসে প্রবাসীরা। তাদের পাঠানো রেমিট্যান্সের উপর ভর করে ফের বাড়তে শুরু করেছে রিজার্ভ। কিন্তু বেশি পরিমাণে টাকা পাঠালে সরকার ঘোষিত প্রণোদনা পেতে বেশ কিছু কাগজপত্র জমা দিতে হয়। এতে ঝামেলার ভয়ে অনেকেই কাগজও জমা দেন না, প্রণোদনাও পান না। 

দেশের ক্রান্তিলগ্নে যারা বড় অঙ্কের টাকা পাঠাচ্ছেন তাদের প্রণোদনা প্রাপ্তি সহজ করতে কাগজপত্র জমা দেয়ার নিয়ম শিথিল করেছে কেন্দ্রিয় ব্যাংক। এখন থেকে পাঁচ হাজার ডলার বা ৫ লাখ টাকার বেশি রেমিট্যান্স এলে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই প্রণোদনা পাওয়া যাবে। এতদিন পাঁচ হাজার ডলারের বেশি রেমিট্যান্সের কাগজপত্র জমা দেওয়া বাধ্যবাধকতা ছিল। 

সোমবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, ‘পাঁচ হাজার ডলার অথবা পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্স পাঠালে প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার জন্য প্রবাসীর কাগজপত্র বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই আড়াই (২ দশমিক ৫০) শতাংশ হারে নগদ সহায়তা পাওয়া যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। আজ (২৩ মে) থেকেই এটি কার্যকর হবে।’

ইএফ

Link copied!