Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

টাকার মান কমা ভালো: প্রতিমন্ত্রী শামসুল আলম

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৮, ২০২২, ০৪:০৬ পিএম


টাকার মান কমা ভালো: প্রতিমন্ত্রী শামসুল আলম

টাকার মান কমে যাওয়া অর্থনীতির জন্য ভালো বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

তিনি বলেন, এক্সপোর্ট ও প্রবাসী আয় বৃদ্ধির জন্য ‘টাকার মান কমা ভালো’। ডলারের সরবরাহ বাড়ানোর জন্য কমাতে হবে টাকার মান। আমরা চাচ্ছি দেশে আরও ডলার সরবরাহ হোক।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

প্রতিমন্ত্রী বলেন, ডলারের সরবরাহ বাড়াতে হলে টাকার মান কমাতে হবে। টাকার মান ও এক্সচেঞ্জ রেট সমন্বয় করতে হবে।

রেমিট্যান্স কমেছে- এমন তথ্য সঠিক নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জুলাই থেকে অক্টোবরে দেশে অনেক বেশি রেমিট্যান্স এসেছে। ৭ দশমিক ১৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে ‘জুলাই-অক্টোবরে। রেমিট্যান্স কমেছে কথাটা সঠিক নয়।আমরা বিপদে নেই। উচ্চ মূল্যস্ফীতি সারা দুনিয়া ফেস করছে, আমরাও করছি। দেশে ৩৫ বিলিয়ন ডলারের কাছাকাছি রিজার্ভ আছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এবি

Link copied!