Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪,

ক্রেতার মুখে শুনে পণ্যমূল্যের খবর প্রকাশ না করার অনুরোধ বাণিজ্য প্রতিমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক:

জ্যেষ্ঠ প্রতিবেদক:

মার্চ ১৪, ২০২৪, ১১:৫৯ এএম


ক্রেতার মুখে শুনে পণ্যমূল্যের খবর প্রকাশ না করার অনুরোধ বাণিজ্য প্রতিমন্ত্রীর

ক্রেতাদের মুখে পণ্যের মূল্য শুনে খবর প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ সকাল পৌনে ১১টায় নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন অনুরোধ জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার হাঁকানো দামই প্রকাশ করেন, কিন্তু তিনি চূড়ান্তভাবে পণ্য ক্রয়ের পূর্বে দোকানির সঙ্গে দর কষাকষি করেন। কিন্তু দর কষাকষির পর যে মূল্যে ক্রয় করেন সেটি আর বলেন না। ফলে বেশি মূল্যই প্রচার হয়। সেকারণে ক্রেতার কাছ থেকে দাম শোনার পর দোকানির কাছে গিয়ে সেই পণ্যের মূল্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করে প্রতিমন্ত্রী ।

একইসঙ্গে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সুপারশপে পণ্যমূল্য যাচাইয়েরও পরামর্শ দেন। তিনি বলেন, সুপারশপগুলোতে পণ্যের গায়ে মূল্য উল্লেখ করা থাকে। যদি কোনো সুপারশপে বাড়তি মূল্য দাবি করা হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!