Amar Sangbad
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫,

২৪ দিনে এলো ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৫, ২০২৫, ০৭:৪৬ পিএম


২৪ দিনে এলো ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
চলতি মে মাসের প্রথম ২৪ দিনে দেশে প্রায় ২৭ হাজার ৪০১ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ছবি: সংগৃহীত

চলতি মে মাসের প্রথম ২৪ দিনে দেশে ২২৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার ৪০১ কোটি টাকা। এই হিসাবে গড়ে প্রতিদিন ৯ কোটি ৩৬ লাখ ডলার (১ হাজার ১৪২ কোটি টাকা) দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, মে মাসের প্রথম ২৪ দিনে দেশে ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এছাড়াও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে থাকা আত্মীয়-স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে রেমিট্যান্সের পালে সুবাতাস বইছে।

এর আগে গত মার্চে দেশের ইতিহাসে যেকোনো এক মাসের চেয়ে সর্বোচ্চ রেমিট্যান্স (৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) এসেছিল। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। এছাড়া সবশেষ গত এপ্রিলে দেশে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ১৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

আরএস

 

Link copied!