আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৬, ২০২৫, ০৩:১১ পিএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ময়মনসিংহ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ময়মনসিংহ জোনাল অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম।
জোনপ্রধান আ. কাদের সরদারের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে ময়মনসিংহ জোনের অধীন বিভিন্ন শাখার ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্মেলনে ব্যাংকের গত ছয় মাসের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা ও উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা হয়।
ইএইচ