আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৩, ২০২৫, ০৭:১৫ পিএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা সেন্ট্রাল, নর্থ, সাউথ ও ইস্ট জোন এবং ঢাকার ছয়টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস; রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম. কামাল উদ্দীন জসীম এবং মো. মাকসুদুর রহমান।
এতে জোন ও কর্পোরেট শাখাসমূহের প্রধান, জোনের অধীন শাখাপ্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, “সব সংকট কাটিয়ে ইসলামী ব্যাংক আবারও শরীআহভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যাংকিংয়ের মূল মডেলে ফিরে এসেছে। মানুষের আস্থা ও ভালোবাসার ফলেই গত ১০ মাসে ব্যাংকে ২৪ লাখ ৩০ হাজার নতুন গ্রাহক যুক্ত হয়েছেন এবং নিট আমানত বেড়েছে ২০ হাজার কোটি টাকা।”
তিনি আরও বলেন, “প্রবাসীদের প্রথম পছন্দ ও নির্ভরতার প্রতীক হয়ে ওঠায় ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের মাধ্যমে ১৬.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। পাশাপাশি এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ ২০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে, যা দেশের এজেন্ট ব্যাংকিং সেক্টরে নতুন মাইলফলক।”
ব্যাংকের কর্মীদের নিরলস পরিশ্রম ও কাজের গতিশীলতার প্রশংসা করে তিনি বলেন, “ইসলামী ব্যাংক খুব শিগগিরই দেশের অর্থনীতিতে সব খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে। সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ব্যাংকের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।”
ইএইচ