Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ২৭ শ্রাবণ ১৪২৯

মঙ্গলবার ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৪, ২০২২, ০১:৪৩ পিএম


মঙ্গলবার ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ 

আগামীকাল মঙ্গলবার (৫ জুলাই) প্রকাশিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল। 

সোমবার (৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে 'ক' ইউনিটের ফলাফল প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল দুপুর ১টায় 'ঘ' ইউনিটের ফল প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে করে ফিরতি এসএমএস’এ তার ফলাফল জানতে পারবে।

এবি