ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
Amar Sangbad
শিবির সভাপতি

শিক্ষায় ও ছাত্র রাজনীতিতে নতুনত্ব নিয়ে আসতে হবে

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৪, ০৮:২৭ পিএম

শিক্ষায় ও ছাত্র রাজনীতিতে নতুনত্ব নিয়ে আসতে হবে

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি, মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমাদের সংকট হলো শিক্ষার সংকট। শিক্ষার যদি সংস্কার না হয় তাহলে বারবার দিল্লীর আনুগত্য মেনে নিতে হবে। তাই শিক্ষার সংস্কার জরুরি। শিক্ষায়, ছাত্ররাজনীতিতে নতুনত্ব নিয়ে আসতে হবে। আমাদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি হতে হবে।

বুধবার বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত `বিপ্লবোত্তর ছাত্র ঐক্য‍‍` শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর।

বলেন, আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত ছাত্রদের অধিকার আদায়ে। অ্যাজেন্ডা যদি ছাত্রদের বাইরে হয় তাহলে সেই ছাত্ররাজনীতি ছাত্ররা গ্রহণ করবে না। সেই ছাত্রলীগের মতো রাজনীতি থেকে বের হতে না পারে তাহলে সেই রাজনীতি ছাত্ররা গ্রহণ করবে না, আর যদি ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করা হয় তাহলে সেই রাজনীতি ছাত্ররা গ্রহণ করবে। সাড়ে ১৫ বছরে ক্যাম্পাসে শিক্ষার অধিকার, নাগরিকের অধিকারে বঞ্চিত হয়েছি। আমাদের যদি আমাদের অধিকারের বিষয়ে সচেতন না হই তাহলে আমাদের বারবার আগস্টের মতো নির্যাতনের শিকার হতে হবে।

এ সময় ছাত্র সংসদের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, বিগত ত্রিশ বছরে শুধু ঢাবিতে একটা ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, তাহলে কীভাবে আমাদের নেতৃত্ব তৈরি হবে। আমাদের সংস্কার শুরু হবে ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে। ঐক্যের জন্য সবচেয়ে বেশি জরুরি ছাত্র সংসদ নির্বাচন। আমরা নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই, আর সেটি হবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচন।

ক্যাম্পাসে ছিল মাদক, নারী, শিক্ষার কোনো পরিবেশ ছিল। ক্যাম্পাসে সুষ্ঠু ফিরিয়ে আনতে নির্বাচিত ছাত্রসংসদ আনতে হবে।

এ সময় তিনি পিলখানা হত্যার বিচার চেয়ে বলেন, পিলখানা হত্যার বিচার এখনও হয় নাই। ৭৪ জনকে ৩৬ ঘণ্টার মধ্যে হত্যা করা হয়েছে তার বিচার করা হবে। শাপলা চত্বরে যেসব মাদ্রাসা ছাত্রকে হত্যাকরা হলো তাদের বিচার করতে হবে। ২৪ সালের গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে ছাত্র জনতার ঐক্য প্রয়োজন।

এর আগে উদ্বোধকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, এই জাতি যতদিন টিকে থাকবেন, ততদিন জুলাই অভ্যুত্থানের কথা স্মরণীয় হয়ে থাকবে। এই বিজয় যেন চিরঞ্জীব থাকে, সেই দোয়া আল্লাহ তায়ালার কাছে করছি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!