Amar Sangbad
ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫,

হাবিবুর রহমান হল ও বানী ভবনের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে: জবি উপাচার্য

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

মে ৩, ২০২৫, ০৪:৪৪ পিএম


হাবিবুর রহমান হল ও বানী ভবনের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে: জবি উপাচার্য

হাবিবুর রহমান হল ও বানী ভবনের নির্মাণ প্রকল্প এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, "প্রকল্প অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু হবে। এখন কেবল একটি সভা বাকি রয়েছে। শীঘ্রই তা হবে। প্রকল্পটি ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ঘুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে একনেকে (একটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) পাঠানো হয়। এজন্য কিছু সময়ের প্রয়োজন হয়।"

শনিবার (৩ মে) দুপুর ১২টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১০০৭বি কক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত ‘২০২৪ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট’-এ চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, “বর্তমান সরকার আসার পর আমাদের প্রকল্প যত দ্রুত অগ্রসর হয়েছে, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন হয়নি বললেই চলে। শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা আশাবাদী, খুব শিগগিরই তারা আবাসন সুবিধা পাবে। তবে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য কিছু ভূমি অধিগ্রহণ বাকি রয়েছে, যার সমাধান না হলে আমরা সামনে এগোতে পারছি না। আসলে আমাদের হাতে কিছু নেই। ”

বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা বিষয়ে তিনি বলেন, “আমরা যে বরাদ্দ পেয়েছি তা খরচ করার পর উদ্বৃত্ত অর্থ ফেরত দিয়েছি। এমন অন্তত ১০-২০টি ঘটনা ঘটেছে। সবাই সততার সঙ্গে কাজ করছে বলেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন বলেন, “খেলাধুলা, বিতর্ক, আবৃত্তি—সবখানেই ইসলামিক স্টাডিজ বিভাগের কৃতিত্ব রয়েছে। এমন কোনো জায়গা নেই, যেখানে তাদের পদচারণ নেই।”

তিনি আরও জানান, প্রশাসনিক ভবনে লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জরুরি প্রয়োজন বিবেচনায়। তিনি বলেন, “ইউজিসি চেয়ারম্যান একবার বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। ভবনের বড় সিঁড়ি দেখে তিনি ওপরে ওঠেননি। এক গর্ভবতী নারী শিক্ষিকার ক্ষেত্রেও এমন সমস্যা হতে পারে। আমরা কোনো অপচয় করছি না, বরং প্রয়োজনীয়তার জায়গা থেকেই লিফট বসানো হচ্ছে।”

পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা হাসান বলেন, ‘আল-আজহার বিশ্ববিদ্যালয় যেভাবে বিশ্বকে আলোকিত করেছে, ইসলামিক স্টাডিজ বিভাগও সেভাবে আলোকিত করুক—এই প্রত্যাশা করছি।’

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. ইমরানুল হক বলেন, ‘চ্যাম্পিয়ন তো অনেকেই হতে পারে, কিন্তু এমন সুন্দর আয়োজন সবাই করতে পারে না।’

অনুষ্ঠানের সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘আমার ছেলেরা মাঠে নিজেদের উজাড় করে দিয়েছে বলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। শিক্ষার্থীদের প্রাণবন্ত রাখতে ক্রীড়া বাজেট বাড়ানো জরুরি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাই আমাদের পরিবারের অংশ। এখানে বাইরের কোনো এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই।’

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘৮ম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট (ছাত্র) - ২০২৫’-এ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামিক স্টাডিজ বিভাগ।

বিআরইউ

Link copied!