আমার সংবাদ ডেস্ক
মে ৮, ২০২৫, ০১:৪০ পিএম
আমার সংবাদ ডেস্ক
মে ৮, ২০২৫, ০১:৪০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু ও বিশ্ববিদ্যালয় আইন সংস্কারের দাবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের প্রশ্নে গণভোট কর্মসূচি শুরু করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বুধবার (৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে শিক্ষার্থীদের কাছে দুটি প্রশ্ন রাখা হয়—
১. আপনি কি শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চান?
২. আপনি কি বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জকসু নির্বাচন চান?
শিক্ষার্থীরা সরাসরি ব্যালট পেপারে ভোট দিয়ে তাঁদের মতামত জানান। আয়োজকদের দাবি, ভোটগ্রহণের প্রথম দিনেই অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক।
শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, ‘আসন্ন বাজেটে শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা বরাদ্দ এবং বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে অবিলম্বে জকসু নির্বাচনের দাবি জানাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা আন্দোলনের নতুন মাত্রা তৈরি করতে চাই।’
তিনি আরও জানান, এই গণভোট কর্মসূচি আগামী সাত দিন চলবে। পাশাপাশি ক্লাসভিত্তিক প্রচার ও ক্যাম্পেইনের মাধ্যমে আরও শিক্ষার্থীকে সম্পৃক্ত করা হবে।
এ আন্দোলন জবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির ধারাবাহিকতা বলেও মন্তব্য করেন ছাত্র ফ্রন্ট নেতারা। তাঁদের ভাষায়, এই কর্মসূচি প্রশাসনের ওপর চাপ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বিআরইউ