Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫,

৪ দফা দাবিতে জবির প্রশাসনিক ভবনে তালা, লং মার্চের হুঁশিয়ারি

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মে ৮, ২০২৫, ০৩:৪১ পিএম


৪ দফা দাবিতে জবির প্রশাসনিক ভবনে তালা, লং মার্চের হুঁশিয়ারি
ছবি: আমার সংবাদ

চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে বাজেট বৃদ্ধি, আবাসন ভাতা, হল নির্মাণ এবং জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে শান্ত চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিলটি সামাজিক বিজ্ঞান ভবন ও বিজ্ঞান ভবন ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয় এবং তালা লাগিয়ে দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে ভবনটি ঘেরাও করে রাখেন তারা। পরে তারা আগামী সপ্তাহে ‘লং মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘খুলবে না, খুলবে না, এই তালা আর খুলবে না’, ‘বৈষম্যের বাজেট বাতিল চাই’—এমন নানা স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলেন তারা। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে প্রশাসন ও ইউজিসি বাজেটে বৈষম্য করে আসছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান তানজীল বলেন, ‘জুলাইয়ের আন্দোলনে আমরা প্রশাসনকে দায়িত্বে বসিয়েছি। এখন তারাই আমাদের ভুলে গেছেন। আমাদের দাবি পূরণে ব্যর্থ হয়েছেন।’

আইন বিভাগের রিয়াজুল ইসলাম বলেন, ‘যদি শান্তিপূর্ণ কর্মসূচির পরও দাবি মানা না হয়, তাহলে পরবর্তী পদক্ষেপের দায়ভার প্রশাসনকেই নিতে হবে।’

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এ কে এম রাকিব বলেন, ‘দাবির বাস্তবায়ন না হওয়ায় আমরা আগামী সপ্তাহে লং মার্চ করবো।’

শিক্ষার্থীদের চার দফা দাবি—
১. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং অন্তত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা নিশ্চিত করা।
২. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের কাজ ১০ মে’র মধ্যে শুরু করা।
৩. দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ বিষয়ে প্রতি ১৫ দিন অন্তর মুক্তমঞ্চে অগ্রগতি জানানো।
৪. ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি না মানা হলে আন্দোলন আরও কঠোর হবে।

 

Link copied!