Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

আগামীকাল ক্র্যাবের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৯, ২০২৩, ০৪:০০ পিএম


আগামীকাল ক্র্যাবের নির্বাচন

আজ হয়ে গেল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভা ২০২২। বেলা ১১টায় শুরু হয় বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এছাড়াও পুলিশ প্রধান, র‌্যাবপ্রধানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন। ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এ তথ্যটি নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানের সভাপত্বি করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল।

আগামীকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) ক্র্যাব নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে ক্র্যাব সদস্যরা বেছে নেবেন তাদের পরবর্তী নেতৃত্ব। 

Link copied!