মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুন ১৪, ২০২৫, ০৭:৫৫ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্র-যুবক ও তরুণদের সমন্বয়ে একটি কর্মশালার আয়োজন করেছে বিএনপি।
শনিবার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের একটি কনভেনশন হলে বিএনপি পরিবারের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এতে আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজম মৃধা, সিঙ্গাপুর বিএনপির সহ-সভাপতি লাভলুর রহমান মৃধা, উপজেলা শ্রমিকদলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধা, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, মিনহাজ মিয়া ও শহিদুর রহমান সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা জীবন, উপজেলা বিএনপির সদস্য সোহাগ মিয়া, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরাফাত ইসলাম অনিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন মিয়া প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে হলে প্রতিটি নেতা-কর্মীকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। অন্যথায় কেউ বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। যারা এ আদর্শে বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
কর্মশালায় গোড়াইল গ্রামের দেড় শতাধিক ছাত্র, যুবক ও তরুণ অংশ নেন।
ইএইচ