Amar Sangbad
ঢাকা রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

মালয়েশিয়াস্থ বাংলাদেশী রাষ্ট্রদূতের সঙ্গে নোয়াখালী সমিতির সাক্ষাৎ

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়া প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৩, ০২:৩০ পিএম


মালয়েশিয়াস্থ বাংলাদেশী রাষ্ট্রদূতের সঙ্গে নোয়াখালী সমিতির সাক্ষাৎ

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম সারোয়ার এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বিদায় সংবর্ধনা প্রদান করেছে বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৫ আগস্ট) স্থানীয় সময় বেলা ১২টার দিকে বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া সভাপতি দাতো আক্তার হোসেনের নেতৃত্বে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় শেষে এ সংবর্ধনা দেন নেতৃবৃন্দরা।

এ সময় প্রবাসীদের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সদ্য চালু হওয়া সার্বজনীন পেনশন স্কিম সুবিধা গ্রহণ করতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতেও নোয়াখালী সমিতি মালয়েশিয়া নেতৃবৃন্দর সহযোগিতা করার আহ্বান জানান হাইকমিশনার মো. গোলাম সরোয়ার। 
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো. হাসান তারিক মন্ডল, কাউন্সিলর (কনস্যুলার) রাসেল রানা এবং বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী ওবায়দুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ বাহার উদ্দিন, সদস্য ইকবাল হোসাইন, মিজানুর রহমান খাঁন, ফারুক হোসাইন ও ফিরোজ খাঁন ।

পরে হাইকমিশনার মো. গোলাম সরোয়ার সার্ক এর মহাসচিব নিযুক্ত হওয়ায় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া নেতৃবৃন্দ। 

এআরএস

Link copied!