Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

প্রবাসীদের পাসপোর্ট নবায়ন দ্রুত নিরসনের দাবি মালয়েশিয়া বিএনপির

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

নভেম্বর ১২, ২০২৪, ০২:৩৬ পিএম


প্রবাসীদের পাসপোর্ট নবায়ন দ্রুত নিরসনের দাবি মালয়েশিয়া বিএনপির

মালয়েশিয়ায় প্রবাসীদের এমআরপি ও ই-পাসপোর্ট নবায়ন ভোগান্তি পোহাতে হওয়ায় এর ক্ষোভ জানিয়ে অনতিবিলম্বে এই জটিলতা নিরসনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখা।

সোমবার মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে এসব কথা বলেন নেতৃবৃন্দরা।

কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারের এ উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এম মোজাম্মেল হক প্রধান। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন।

অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন- মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, ড.এস এম রহমান তনু, শাখাওয়াত হোসেন, আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, যুবদলের সভাপতি মো. জাহাঙ্গির আলম খান, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল, বিএনপির সহ-দফতর সম্পাদক হাবিবুর রহমান শিশির, বিএনপির সদস্য মো. জসিম উদ্দিন।

আরো বক্তব্য দেন কেলাং শাখার জাকির হোসেন, পেনাং কেডাহ থেকে মো. এমদাদুল হক, জাসাসের শেখ আসাদুজ্জামান মাসুম, মো. ইসমাইল ও জবিউল্লাহ সুমন, যুবদলের মো. রমজান আলি, নূরে সিদ্দিকী সুমন, স্বেচ্ছাসেবক দলের হেলাল শিকদার, মোশারফ হোসেন হৃদয়। জাসাস থেকে ইমতিয়াজ আবির, টাঙ্গাইল বিএনপি নেতা ছাইদুল হক সাদু, সাদিকুল আলম খোকা।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা খোকন, আব্দুল জলিল লিটন, মোয়াজ্জেম হোসেন নিপু, এম ফরহাদ হোসেন পলাশ, মো: মুস্তাফিজুর রহমান, মো. আরিফ হোসেন, এম এ কালাম, আলি খান জুয়েল, গোলাপ হোসেন, আফজাল হোসেন, মোহাম্মদ রাহুল, মো: সুমন বেপারি, এস কে আলম কাজি, মো: নুরজামান মুন্সি, মো: আজাদ উদ্দিন, মো: মতিউর রহমান, নাজমুল হাসান, মারুফ এলাহী, গোলাম কবির, মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার শাহ জালাজ, ইমন সাইদ, আনোয়ার পারভেজ, আব্দুল কাদের, শেখ সেলিম, মিরাজ মাঝি, ইসমাইল আকন্ড, রিকি রাব্বানি, মোসারফ হোসেন, রাসেল রানা, খালিদ হাসান, নুরুল ইসলাম, যুব নেতা মালয়েশিয়া, ইমারান, মো: ফিরোজ, মো: রাকিব মিজি, হান্নান মল্লিক, রিয়াদ মল্লিক, জেসমিন আক্তারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ জিয়া, আারাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন তালহা মাহমুদ।

ইএইচ

Link copied!