Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫,

স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া গিয়ে বাংলাদেশি ক্ষুদ্র উদ্যোক্তা এখন ৩৫ প্রতিষ্ঠানের কর্ণধার

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

মে ৫, ২০২৫, ০৭:৫৬ পিএম


স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া গিয়ে বাংলাদেশি ক্ষুদ্র উদ্যোক্তা এখন ৩৫ প্রতিষ্ঠানের কর্ণধার

মালয়েশিয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তা প্রবাসীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে হয়েছেন  বাংলাদেশি উদ্যমী যুবক মো. জহিরুল ইসলাম।  স্বল্প পুঁজি ও কঠোর পরিশ্রমের ফলে প্রথমে শুধুমাত্র একটি পাসার মিনি বা মুূদি দোকান থেকে একে একে গড়ে তুলেছেন জেইম এন্ড জাফির নামে ৩৫ টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রায় শতাধিক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 

দেশে প্রেরিত হচ্ছে মোটা অঙ্কের রেমিট্যান্স। ময়মনসিংহের যুবক জহিরুলের সাফল্যে স্থানীয় মালয়েশিয়ান নাগরিকেরা তার ভূয়সী প্রশংসা করছেন। সফল উদ্যোক্তা জহিরের প্রশংসায় এগিয়ে এসেছেন মালয়েশিয়ান ও বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান।  সম্প্রতি কুয়ালালামপুর থেকে ৫০ কিলোমিটার দূরে সেমেনিয়াহ রাজ্যে জহিরুল ইসলামের ৩৫ তম প্রতিষ্ঠান বিরিয়ানি হাউজ রেস্টুরেন্ট উদ্বোধন কালে প্রবাসী উদ্যোক্তা ড্রীম ভ্যালীর কর্মকর্তারা জহিরের প্রশংসা করে বলেন আত্মবিশ্বাসী প্রবাসী উদ্যোক্তারা সততা বজায় রেখে এ পেশায় সফল হতে পারেন।  

প্রায় এক যুগ আগে এক প্রকার শূন্য হাতেই বাংলাদেশ থেকে এক মুঠো স্বপ্ন নিশে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন জহিরুল ইসলাম। পড়াশোনা শেষ করে মালয়েশিয়ায় ক্যারিয়ার গড়তে অপশন থাকে শ্রমিক ও কর্মচারী হিসেবে।  কিন্তু  জহিরুল ইসলাম  কর্মজীবন শুরু করেন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে।  তারপর আর পিছনে  ফিরে তাকাতে হয়নি তার। তারপর  একটি প্রতিষ্ঠানের লভ্যাংশ দিয়ে  গড়ে তুলেছেন অন্য আরও ১টি প্রতিষ্ঠান।এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মিনি মার্কেট  বা মুদি দোকান, ট্রাভেল এজেন্সি, কার ওয়াশ, বারবার শপ, ল্যান্ড প্রপার্টি বিজনেস সহ বিভিন্ন  প্রতিষ্ঠান যেগুলো দক্ষতার সাথে পরিচালনা করছেন প্রবাসী বাংলাদেশিরা। জহিরের সফলতা দেখে অনেক প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহ দেখাচ্ছেন এবং প্রবাসে বাড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠান।

৩৫ প্রতিষ্ঠানের মধ্যে বেশিরভাগই রয়েছে মুদির দোকান ও বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট।  এসব প্রতিষ্ঠানে দেদারসে বিক্রি হচ্ছে বাংলাদেশি পণ্য। এতে  বিদেশের মাটিতে বাংলাদেশি পণ্য যেমন দিন দিন জনপ্রিয় হচ্ছে  তেমনি করে নতুন নতুন চাহিদার সৃষ্টি হচ্ছে। আর এসব পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রাণ গ্রুপ, প্রমি,মৈত্রী, কিষোয়ান, গ্রোব বেভারেজ,  আকিজ বেভারেজ সহ ডজন খানেক বাংলাদেশি কোম্পানি এখানে ব্যবসা করছে। ইতিমধ্যে বহুজাতিক কোম্পানি "প্রাণ"  মালয়েশিয়ার জন্য এক মাস ধরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যাচ্ছেন কয়েক শতাধিক বাংলাদেশ কর্মী নিয়োগ করার জন্য।  এবিষয়ে প্রাণ এর হেড অফ মার্কেটিং মিস্টার টাইলর তাসিন বলেন মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের জনপ্রিয়তা হুহু করে বাড়ছে, দক্ষ কর্মীর অভাবে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পণ্য ডেলিভারি দিতে। মালয়েশিয়াতে বাংলাদেশি মানেই শ্রম বিক্রি এই তকমা বেড়িয়ে আসতে হলে উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই বলে মনে করেন প্রবাসীরা।  এতে করে রেমিট্যান্স প্রবাহ আরও বেগবান হবে স্বদেশ হবে সমৃদ্ধ। 

আরএস

Link copied!