ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫
Amar Sangbad

রাজের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য থাকলে ভয়ে থাকি: মীম

মো. মাসুম বিল্লাহ

জুন ২৮, ২০২২, ১০:৫৯ এএম

রাজের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য থাকলে ভয়ে থাকি: মীম

ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত ‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা ও চিত্রনায়িকা পরীমণির স্বামী শরিফুল রাজ এবং চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। সিনেমার শুটিং হয়েছে ময়ময়নসিংহে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ। এবার কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

‘পরাণ’ নামের এই সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। ২০১৯ সালেই সিনেমাটির শুটিং সম্পন্ন হলেও করোনার কারণে মুক্তি পিছিয়ে যায়।

অবশেষে এবারের কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে মিম ও রাজের সঙ্গে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

মুক্তি উপলক্ষে প্রচারণা শুরু করেছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে রবিবার ফেসবুক লাইভে আসেন মীম, রাজ ও নির্মাতা রাফি। তারা ‘পরাণ’-এ কাজের অভিজ্ঞতা ও আনুষাঙ্গিক অনেক কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

ফেসবুক আড্ডার এক ফাঁকে মীম ও রাজ দু’জনের কাছেই রাফি জানতে চান, শুটিং করতে গিয়ে তাদের একে-অপরের কোন বিষয়গুলো বিরক্তিকর লেগেছে? 

রাজ জানান, মীমের অতিরিক্ত কথা বলা তার কাছে বিরক্তিকর লেগেছে। মীম কথা বলা শুরু করলে, বলতেই থাকেন।

অন্যদিকে মীম বলেন, রাজ পুরো অস্থির। রোম্যান্টিক দৃশ্যে শুটিং করার সময় আমি রীতিমতো ভয়ে থাকতাম। মানুষ রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময় আরামে থাকে, আমি থাকতাম ভয়ে। ও দুই হাত দিয়ে আমার মুখে এমনভাবে ধরত, যেন দাঁত ভেঙে যাচ্ছে! শট শেষ হওয়ার পর আমি বলতাম, রাজ, প্লিজ আমাকে একটু আস্তে ধরো।

মীম আরও বলেন, যখনই রোম্যান্টিক দৃশ্য থাকে, আমাকে ধরার দৃশ্য থাকে, আমি ভয়ে থাকি। আগে থেকেই বলে দিতাম, রাজ আমাকে একটু আস্তে ধইরো। মনে হয় আমার গাল, দাঁত সব ভেঙে যাচ্ছে!

Link copied!