ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫
Amar Sangbad

বিক্ষোভের মুখে বন্ধ আমিরের ‘লাল সিং চাড্ডা’র প্রদর্শনী

বিনোদন ডেস্ক

আগস্ট ১৩, ২০২২, ০৯:০০ পিএম

বিক্ষোভের মুখে বন্ধ আমিরের ‘লাল সিং চাড্ডা’র প্রদর্শনী

মুক্তির আগেই বয়কটের ডাক উঠেছিল আমির খানের ‘লাল সিং চাড্ডা’র বিরুদ্ধে। সেই রেশ পাওয়া গেল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর। গেল ১১ আগস্ট (বৃহস্পতিবার) মুক্তি পায় আমির খানের বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

মুক্তির ২৪ ঘণ্টা পেরুতেই উঠেছে বিতর্কের ঝড়। ভারতের পাঞ্জাব প্রদেশের জালন্ধরে আমিরের নতুন এ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে।

টম হ্যাঙ্কস অভিনিত ‍‍`ফরেস্ট গাম্প‍‍` এর অফিসিয়াল রিমেক এই মুভির টিজার দেখে অনেকে শুরু থেকেই এটি বয়কটের ডাক দেন।

তবে আমির নিজে অবশ্য ছবিটি বয়কট না করার অনুরোধ জানিয়ে ভক্ত-দর্শক ও সমালোচকদের উদ্দেশে বলেছেন, তিনি দেশকে ভালোবাসেন না, এ ধারণা ভুল। ভক্তদের এমন ধারণা পাল্টে ফেলার অনুরোধও জানান মিস্টার পারফেকশনিস্ট।

ভারতীয় সংবাদ সংস্থার খবর, বৃহস্পতিবার দ্বারকার এক সিনেমাহলে ছবির প্রদর্শনী চলাকালীন একদল জনতা জোট করে হট্টগোল করে। তাদের দাবি, আমিরের নতুন ছবিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। 

পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আমির নিজে কোনো প্রতিক্রিয়া দেননি।

যদিও বিক্ষোভকারীদের বিপরীতে অন্য একটি দল আমিরকে সমর্থন দেন। শিখ সংগঠনের কিছু সদস্য ছবিটির সমর্থনে স্লোগান তোলেন। তাদের দাবি, এই ছবিটি এক শিখ ব্যক্তির জীবনকে কেন্দ্র করে নির্মিত। সুতরাং হিন্দু সংগঠনগুলির ছবির প্রদর্শন বন্ধ করার অধিকার নেই।

এমনিতে মুক্তির পর বক্স অফিসে সুবিধা করতে পারছে না আমির খানের নতুন সিনেমাটি। প্রথম দুদিনে মাত্র ১৭ কোটি রুপির মতো আয় করেছে লাল সিং চাড্ডা। এর মধ্যে এখন বয়কটের দাবি নিশ্চয় আমির খানের কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছে।

সম্প্রতি আমির খানের পুরোনো একটি সাক্ষাৎকার নেট দুনিয়ায় ভাইরাল হয়। যেখানে ভারতের সার্বিক পরিস্থিতি নিয়ে ‘অসহিষ্ণুতার’ প্রসঙ্গ তোলেন আমির। 

এমনকি তিনি এ-ও বলেছিলেন, পরিবার নিয়ে ভারতে থাকতে তার ভয় হয়! সেই সাক্ষাৎকারের জেরেই ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দেন নেটিজেনরা।


আমারসংবাদ/টিএইচ

Link copied!