Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪,

পাঠান ঝড় থামতে না থামতেই জাওয়ান মুক্তির তারিখ ঘোষনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৭, ২০২৩, ০৭:৪৮ পিএম


পাঠান ঝড় থামতে না থামতেই জাওয়ান মুক্তির তারিখ ঘোষনা

সম্প্রতি শেষ হয়েছে শাহরুখ অভিনীত আরেক সিনেমা ‍‍`জাওয়ান‍‍` এর শুটিং। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, জুন ও আগস্টে মুক্তির সম্ভাব্য কয়েকটা তারিখ। কিন্তু সেই তারিখেও মুক্তি পাচ্ছে না ‍‍`জাওয়ান‍‍`।
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ‍‍`জাওয়ান‍‍` সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করলেন শাহরুখ খান। আগামী ৭ সেপ্টেম্বর আসছে ‍‍`জাওয়ান‍‍`। বছরের শুরুতেই ‍‍`পাঠান‍‍` সিনেমা দিয়ে বাজিমাত করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
দক্ষিণি পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি তারকা নয়নতারাকে। অল্প কিছু দৃশ্যে দেখা যাবে শাহরুখের ‘পাঠান’ এর নায়িকা দীপিকা পাড়ুকোনকেও। বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
 

Link copied!