Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

শাকিবের রাজত্ব

হাউসফুল ঈদ সিনেমা

মো. সোহাগ বিশ্বাস

মো. সোহাগ বিশ্বাস

জুলাই ২, ২০২৩, ০৭:৫২ পিএম


হাউসফুল ঈদ সিনেমা

এবারের ঈদুল আজহায় ১৭১টি প্রেক্ষাগৃহে চলছে পাঁচটি চলচ্চিত্র।  চলচ্চিত্রগুলো দেখতে দর্শকের ভিড় লক্ষ করা গেছে। কয়েকটি সিনেমার বেশির ভাগ শো হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছেন প্রেক্ষাগৃহ–সংশ্লিষ্ট ব্যক্তিরা। এসবের দিক থেকে গত ঈদের মত এই ঈদেও রাজত্ব শাকিব খানের।
১০৭টি প্রেক্ষাগৃহে শাকিবের ‘প্রিয়তমা’র প্রতিদিন ৪৫০টির বেশি প্রদর্শনী চলছে। ছবিটির পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন,ঈদের পর  ছবিটির ৩৫০টি প্রদর্শনীই হাউসফুল গেছে।‘প্রিয়তমা’য় কেবল নায়কোচিতভাবে শাকিবকে হাজির করা হয়নি, বরং অন্য চরিত্রগুলোকেও পর্যাপ্ত জায়গা দেওয়া হয়েছে। গল্প, ঢাকার বাইরে বিভিন্ন রিয়েল লোকেশনে শুটিং আর শাকিব খানের পারফরম্যান্স মিলিয়ে বেশির ভাগ দর্শকই ছবিটি দেখে সন্তুষ্ট। অনেক দর্শকই ছবিটির গানের প্রশংসা করেছেন। 
ঢাকার মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির বেশির ভাগ শো হাউসফুল গেছে। একক হলে ছবিটি আধিপত্য দেখা গেছে।  
ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ বললেন, ‘শাকিব তো আবার দেখিয়ে দিল। তার ছবির সেল তো বাড়ছে আর বাড়ছে। অবিশ্বাস্য। ডিসি ও নরমাল সব আসন গতকাল সন্ধ্যায় পূর্ণ ছিল। অধিকাংশ হল মালিকরাই বলছে গত ঈদের মতই শাকিব একাই সিনেমা হলগুলোতে রাজত্ব করছে।


অন্যদিকে ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’। এই ঈদে শোর সংখ্যার দিক দিয়ে স্টার সিনেপ্লেক্সে রেকর্ড গড়েছে ছবিটি। শাকিবের পরই আফরান নিশোর এই সিনেমাটিতেও দর্শক টানতে সক্ষম হয়েছে।
পরিচালক রায়হান রাফী বলেন, ‘এর আগে পরাণ ও হাওয়া ছবি দুটিতে প্রতিদিন এখানে সর্বোচ্চ ২৩টি শো চলেছে। 


বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অপু বিশ্বাস ও সাইমন সাদিক ছবিটির মূল পাত্র–পাত্রী। গত শুক্রবার নিজের ফেসবুক পেজ থেকে ছবিটির জন্য শুভকামনা জানান শাকিব খান, ‘এই ঈদে অপু-জয় প্রোডাকশন হাউসের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্য রকম এক আবেগ কাজ করছে। যত দূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার-পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।লাল শাড়ি সিনেমাটিও বিভিন্ন হলে হাউজ ফুল গেছে।

শাকিবের এই পোস্টে অপু জানিয়েছেন ছবিটির পেছনে অভিনেতার অবদানের কথা। তিনি জানান, ছবির ২০ দিনের আউটডোর শুটিং ছিল। এর মধ্যে ১৮ দিনের মাথায় অর্থনৈতিক সংকটে পড়েন তিনি। ওই সময় ছবিটির কাজ ঠিকঠাক করার জন্য শাকিব খান তাঁকে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করেছেন।
খুব বেশি প্রেক্ষাগৃহ পায়নি ‘প্রহেলিকা’, মাত্র আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরীর ছবিটি। তবে যাঁরা দেখেছেন, বেশির ভাগই ছবিটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে ছবির গল্প আর মাহফুজ আহমেদ, নাসির উদ্দিন খানের অভিনয় তাঁদের মুগ্ধ করেছে। তবে পিয়তমা ও সুরঙ্গের কারণে পাত্তা পায়নি এই ছবিটি।


‘প্রহেলিকা’ ছাড়াও ঈদের আরেক ছবি ‘ক্যাসিনো’তেও আছেন শবনম বুবলী। এতে তাঁর জুটি হয়েছেন নিরব। ছবিটি বানিয়েছেন সৈকত নাসির। ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পুরোপুরি অ্যাকশনধর্মী সিনেমাটিও দর্শকের প্রশংসা কুড়িয়েছে। 

ফেসবুকে পরিচালক ছবিটিকে ‘কচ্ছপ’-এর সঙ্গে তুলনা করে জানিয়েছেন, ধীরে ধীরে ঠিকই ‘ক্যাসিনো’ গন্তব্য পৌঁছে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শক জানিয়েছেন, ছবির অ্যাকশন দৃশ্য এবং গল্পের ভাঁজে ভাঁজে থাকা বিভিন্ন বাঁকবদল তাঁদের ভালো লেগেছে। এ ছাড়া অর্থ পাচার নিয়ে পরিচালক যে বার্তা দিতে চেয়েছেন, সেটাও তাঁদের ভালো লেগেছে।

আরএস
 

Link copied!