Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৪, ০২:২৬ পিএম


সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। তার আহতের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক ওহিদুজ্জামান।

দুর্ঘটনায় রুবেল ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন বলেও নিশ্চিত করেন তিনি। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এরপর রুবেলকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

আজ সকালে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন রুবেল। সেখানকার আমতলী এলাকায় একটি ক্লাবের উদ্বোধন করার কথা রয়েছে তার। সে জন্য রুবেল ও তার সহযোগীরা একটি মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদারীপুরের তাঁতিবাড়ি নামক এলাকায় গেলে বরিশাল থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন তাদের মাইক্রোবাসটিকে চাপা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে।

এ সময় চিত্রনায়ক রুবেল খুব বেশি আহত না হলেও তার এক সহযোগী ও ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।

বিআরইউ

Link copied!