Amar Sangbad
ঢাকা রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ২০

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৪, ২০২২, ০৪:৫৬ পিএম


মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ২০

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু না হলেও ২০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ৪৬৯ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৩১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৩৩০ জন।

টিএইচ

Link copied!