Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কারাগারের নির্জন সেলে সু চি

মো. মাসুম বিল্লাহ

জুন ২৩, ২০২২, ০৫:৪৩ পিএম


কারাগারের নির্জন সেলে সু চি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে রাজধানী নেপিদোতে অবস্থিত সেনা-নির্মিত কারাগারের নির্জন সেলে স্থানান্তরিত করা হয়েছে। এর আগে গৃহবন্দি অবস্থায় ছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুন) জান্তার একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

জাও মিন তুন এক বিবৃতিতে বলেন, ফৌজদারি আইন অনুযায়ী বুধবার থেকে কারাগারে নির্জন কারাগারে রাখা হয়েছে তাকে।

গত বছর একটি অভ্যুত্থানে তার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সু চি রাজধানী নেপিদোর একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দি ছিলেন।  তার সঙ্গে বেশ কয়েকজন গৃহকর্মী এবং তার পোষা কুকুর ছিল বলে এ ব্যাপারে অবগত এক সূত্র জানিয়েছিল। 

নোবেল বিজয়ী সু চি (৭৭) জান্তা আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানির সময় শুধু ওই বাড়ি ছেড়েছিলেন। ওই মামলায় সু চির দেড়শ বছরেরও বেশি সাজা দেওয়া হতে পারে।

সু চির আইনজীবীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে। সাংবাদিকদেরও তার বিচারে চলাকালে উপস্থিত হতে দেওয়া হয় না। 

আমারসংবাদ/এবি

Link copied!