Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

পশ্চিমবঙ্গে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১, ২০২২, ১০:২৬ এএম


পশ্চিমবঙ্গে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে জল্পেশের মন্দিরে যাওয়ার সময় রোববার (৩১ জুলাই) রাত ১২টার দিকে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৬ জন। তাদের সবাইকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে নেয়া হয়েছে।

পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পর ওই ঘটনা ঘটে। গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের ফলে এ দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। 

জানা গেছে, কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি দল পিকআপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরে যাচ্ছিলেন। 

আহত পূণ্যার্থীরা জানায়, তাদের জামালবান্ধা-চ্যাংড়াবান্ধা রাজ্য সড়কের সেতু পার হওয়া পরই গাড়ির জেনারেটরে শর্ট সার্কিট হয়। এতে গাড়ির মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হন ১৬ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১০ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

গাড়িটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। দুর্ঘটনাগ্রস্ত সকলেই শীতলকুচির বাসিন্দা। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।   আনন্দ বাজার, খাস খবর


আমারসংবাদ/টিএইচ

Link copied!