Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

ইউক্রেনের ফসল উৎপাদন অর্ধেকে নেমে আসার আশঙ্কা জেলেনস্কির

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১, ২০২২, ০২:৪১ পিএম


ইউক্রেনের ফসল উৎপাদন অর্ধেকে নেমে আসার আশঙ্কা জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসনের ফলে এ বছর ইউক্রেনের ফসল উৎপাদন স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেকে নেমে আসতে পারে।

রোববার (৩১ জুলাই) এক টুইটে এ আশঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি।

এতে জেলেনস্কি লেখেন, এ বছর ইউক্রেনের ফসল উৎপাদন অর্ধেক কম হওয়ার হুমকির মুখে আছে।

আমাদের মূল লক্ষ্য— রুশ আগ্রাসনের ফলে বিশ্বে তৈরি হওয়া খাদ্যসংকট মোকাবিলা করা। বিকল্পপন্থায় শস্য রপ্তানির পথ এখনো খোঁজা হচ্ছে।

গমসহ অন্যান্য শস্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম রাশিয়া ও ইউক্রেন। এ দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে বিশ্ববাজারে শস্যের জোগানে যে ঘাটতি দেখা দিয়েছে, তাতে পুরো বিশ্বে শস্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে। দেখা দিয়েছে খাদ্যসংকট।

বিশ্বজুড়ে খাদ্যসংকট কিছুটা কমিয়ে আনতে জতিসংঘের মধ্যস্থতায় গত ২২ জুলাই তুরস্কে চুক্তি সই করেছে ইউক্রেন ও রাশিয়া। যাতে ইউক্রেন থেকে নিরাপদে শস্য বের করে আনা যায়।

তুরস্ক বলেছে, সোমবার ইউক্রেনের শস্যের প্রথম চালান ওডেসা বন্দর ত্যাগ করতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান

এবি

Link copied!