ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
Amar Sangbad
মধ্যবর্তী নির্বাচন

মার্কিন ইতিহাসে প্রথম সমকামী গভর্নর পাচ্ছে ম্যাসাচুসেটস

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৯, ২০২২, ০১:১৯ পিএম

মার্কিন ইতিহাসে প্রথম সমকামী গভর্নর পাচ্ছে ম্যাসাচুসেটস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন ঘটনা। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ডেমোক্রেট প্রার্থী মাউরা হিলে (৫১)। তিনি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে দেশটির প্রথম সমকামী গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন। 
বুধবার (৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

২০১৪ সালে মাউরা হিলে প্রথম সমকামী অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হন। তিনি পূর্বে নাগরিক অধিকার আইনজীবী ছিলেন।

বিবিসি বলছে, মাউরা হিলে রিপাবলিকান প্রার্থী জিওফ ডাইহলকে ব্যাপক ভোটে পরাজিত করতে যাচ্ছেন। তিনি এখন পর্যন্ত ১২ লাখ ৪৬ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী পেয়েছেন ৬ লাখ ৯১ হাজারের বেশি ভোট।

বর্তমানে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল মাউরা হিলে গণমাধ্যমকে বলেছেন, রাজ্যের গভর্নর হিসেবে তিনি এলজিবিটি-বিরোধী আইনের বিরুদ্ধে লড়াই করবেন।

এদিকে প্রতিনিধি পরিষদ ও সিনেটের বহু আসনের ফলও চলে এসেছে। আর এতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। আর পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি।  

এ খবর লেখা পর্যন্ত ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাট পেয়েছে ১৭১টি আসন। আর রিপাবলিকান পেয়েছে ১৯৬টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে।    
টিএইচ

Link copied!