Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

করোনা সংক্রমণ

বিশ্বজুড়ে শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৮, ২০২৩, ০৯:৩৯ এএম


বিশ্বজুড়ে শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬২৫ জন।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য পাওয়া গেছে।

এর আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩ হাজার ৮৯৭ জন। আর মারা যান ৮০৩ জন। এতে দেখা যাচ্ছে, আগের দিনে তুলনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।

গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে ৫৪ হাজার ১৮৮ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে।

তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে।

আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানিও হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে জাপানে মারা গেছেন ২৮৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জন মারা গেছেন জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ৮৫ জন মারা গেছেন মেক্সিকোতে।

মহামারি শুরুর পর এখন পর্যন্ত সব মিলিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৫৫৯ জন। আর মারা গেছেন ৬৭ লাখ ৩২ হাজার ১৩৮ জন।

এআরএস

Link copied!