Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

পুলিশ কর্মকর্তার গুলিতে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ০৯:২০ পিএম


পুলিশ কর্মকর্তার গুলিতে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী গুরুতর আহত

ভারতের ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৯ জানুয়ারি) ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরের গান্ধীচক এলাকায় এক সহকারী উপপরিদর্শক তাকে গুলি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবকিশোর একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পুলিশ কর্মকর্তা দুই রাউন্ড গুলি ছুড়লে তার বুকে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে বিমানে করে ভূবনেশ্বরে নিয়ে যাওয়া হয়।  

ব্রজরাজনগর মহকুমা পুলিশ কর্মকর্তা গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের জানিয়েছেন, মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল দাস।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মন্ত্রী গাড়ি থেকে বের হয়ে আসার সময় তাকে গুলি করা হয়েছিল।
তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, একটি জন-অভিযোগ অফিস খোলা হচ্ছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন নব দাস। যখন তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান, সেখানে জড়ো হওয়া লোকজন তাকে স্বাগত জানায়। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। আমরা একজন পুলিশ কর্মকর্তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যেতে দেখেছি। সূত্র : এনডিটিভি

এবি

Link copied!