Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

ঘূর্ণিঝড়ে ব্রাজিলে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ২০

মো. মাসুম বিল্লাহ

জুন ১৮, ২০২৩, ১১:২৭ এএম


ঘূর্ণিঝড়ে ব্রাজিলে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ২০

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে তে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে ব্যাপক বৃষ্টি হয়েছে, নিখোঁজ ২০ জনকে খুঁজে পেতে বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে অনুসন্ধান চলছে।

ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা শহর, যেখানে ৮ হাজারের বেশি মানুষের বসবাস।

রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট এলাকা পরিদর্শন করে বলেছেন, কারার পরিস্থিতি নিয়ে আমাদের গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে আমরা একটি সংগঠিত উপায়ে, দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার মানচিত্র তৈরি করতে পারি এবং যাদের সহায়তা প্রয়োজন তাদের চিহ্নিত করতে পারি।

ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। গত দুই দিনে অন্তত ২৪০০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।

এই প্রথম মুহূর্তে আমাদের মূল উদ্দেশ্য মানুষের জীবন রক্ষা করা এবং বাঁচানো। আমরা আটকে পড়া লোকদের উদ্ধার করছি, নিখোঁজদের খুঁজে বের করছি এবং পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছি, বলেন এডুয়ার্ডো লেইট। সূত্র : রয়টার্স

এইচআর

Link copied!