Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১, ২০২৩, ১১:৫৬ এএম


ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১

ইন্দোনেশিয়ার বৃহত্তম ও সবচেয়ে জনবহুল দ্বীপ জাভায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ বিএনপিবি এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পর হয়েছে এই ভূমিকম্প।

এছাড়া ভূমিকম্পের জেরে জাভার কেন্দ্রীয় অঞ্চল ও ইয়োগিয়াকার্তা শহরের শতাধিক বাড়িঘর, অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার রয়টার্সকে জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি।

দেশটির ভূপদার্থ সংস্থা বিএমকেজি জানিয়েছে, জাভা দ্বীপের ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) এলাকার ওপর অবস্থান ইন্দোনেশিয়ার। এই এলাকার টেকটোনিক প্লেটগুলো পরস্পরের সঙ্গে সংঘাতপ্রবণ হওয়ার কারণে দেশটিকে প্রায় নিয়মিত ভূমিকম্প ও অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ পোহাতে হয়।

আরএস

Link copied!