Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

নির্বাচনের দিন

পাকিস্তানে মোবাইল পরিষেবা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০১:২৯ পিএম


পাকিস্তানে মোবাইল পরিষেবা বন্ধ
ছবি: সংগৃহীত

পাকিস্তানে আজ জাতীয় ১৬তম পরিষদের সদস্য নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে মোবাইল পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশি সময় সকাল ৯টায়) ভোটগ্রহণ শুরু হয়। যা শেষ হবে বিকেল ৫টায়। খবর: পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম ডন।

ডন জানায়, দেশের নিরাপত্তা পরিস্থিতির অবণতির কারণে মোবাইল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া ভোট চলাকালে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং পুলিশের ৫০ হাজার সদস্য।

একইভাবে নির্বাচন কমিশনের নির্দেশ- সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের অবস্থান না করা।

বিআরইউ

Link copied!