Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

পাকিস্তানে নির্বাচন

ভোটগ্রহণ শেষ, ফলাফল কখন

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৭:২৩ পিএম


ভোটগ্রহণ শেষ, ফলাফল কখন

পাকিস্তানের জাতীয় নির্বাচন শেষ হলো মাত্র, এখন সবার নজর ফলাফলের দিকে। কোন দল নতুন ক্ষমতায় আসছে, কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী এমন নানা ঝল্পনা কল্পনা ঘুরছে সকল দেশেই।

ভোটগ্রহণ শেষে এরই মধ্যে শুরু হয়েছে গণনা। একটু পর-পরই দেশটির গণমাধ্যমগুলো ভোটের বুথফেরত ফলাফল প্রকাশ করতে শুরু করবে। টেলিভিশন চ্যানেলগুলোর পাশাপাশি নিউজ পোর্টাল ও অন্যান্য প্লাটফর্মেও ফলাফল প্রকাশ করা হবে।

এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তিন ধাপে। অস্থায়ী ফলাফল, ফলাফল সমন্বয় এবং ফাইনাল ফলাফল ঘোষণা।

নির্বাচনের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) নিঘাত সাদিক এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রিজাইডিং অফিসারদেরকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ২টার মধ্যে নির্বাচন কমিশনে নির্বাচনের ফলাফল পাঠাতে হবে। যদি কোনোভাবে ফলাফল পাঠাতে বিলম্ব হয় রিটার্নিং অফিসার (আরও) প্রিসাইডিং অফিসারের (পিও) কাছ থেকে বিলম্বের কারণ জিজ্ঞাসা করবেন এবং তা ইসিপিতে জমা দেবেন।


বিআরইউ
 

Link copied!